"বর্তমান ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করুন (Click to enter the current website)"

আমাদের সম্পর্কে

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠান। সরকারের সকল প্রকার মুদ্রণ, প্রকাশনা এবং স্টেশনারী মালামাল সরবরাহ সংক্রান্ত সকল কার্যক্রম এ অধিদপ্তর থেকে সম্পন্ন করা হয়ে থাকে। এ অধিদপ্তরের অধীনে ০৫ (পাঁচ) টি ইউনিট অফিস/প্রেস এবং ০৮ (আট) টি আঞ্চলিক অফিস রয়েছে। অধিদপ্তরাধীন অফিস/প্রেসসমূহের বিবরণ নিম্নরূপ ঃ-

     (১) বাংলাদেশ সরকারী মুদ্রণালয় (বিজি, প্রেস);
     (২) গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (জিপিপি);
     (৩) বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয় (বিএসপিপি);
     (৪) বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস (বিএফপিও);
     (৫) বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও);
     (৬) আঞ্চলিক অফিস সমূহ ঃ-

       (ক) ঢাকা
       (খ) চট্রগ্রাম
       (গ) খুলনা 
       (ঘ) বগুড়া

       (ঙ) বরিশাল 

       (চ) সিলেট 

       (ছ) রংপুর 

(জ) ময়মনসিংহ

         বাংলাদেশ সরকারী মুদ্রণালয় (বিজি, প্রেস): বাংলাদেশ সরকারী মুদ্রণালয় থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানের সকল প্রকার মুদ্রণ কাজ, স্ট্যান্ডার্ড-নন স্ট্যান্ডার্ড ফরম, গেজেট, ফাইল কভার, গভর্নমেন্ট জার্নাল, বিভিন্ন প্রকাশনা, বই ইত্যাদির মুদ্রণ কাজ সম্পন্ন করা হয়। এ প্রেস থেকে জাতীয় বাজেট, জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত কমিটির প্রতিবেদন, এডিপি রিপোর্ট, বিভিন্ন অধ্যাদেশ, ম্যানুয়েল ইত্যাদিও মুদ্রণ করা হয়ে থাকে। তাছাড়া এ প্রেসের গোপনীয় শাখা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড, পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক সার্ভিস কমিশন-এর প্রশ্নপত্র সহ সরকারের গোপনীয় রেকর্ডপত্র/দলিলাদি মুদ্রণ করা হয়।

গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (জিপিপি):গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে স্ট্যান্ডার্ড-নন স্ট্যান্ডার্ড ফরমসহ জাতীয় সংসদের বিতর্ক, হাই কোর্টের কজ লিষ্ট, বিভিন্ন সরকারী জার্নাল, প্রকাশনা, রেজিস্টার, বই, ব্যালট পেপার ইত্যাদির মুদ্রণ কাজ সম্পন্ন করা হয় । এ প্রেস থেকে যে সকল মন্ত্রণালয়/বিভাগের মুদ্রণ কর্মকান্ড সম্পন্ন করা হয়ে থাকে তার বিবরণ নিম্নরূপ: 

(১) প্রতিরক্ষা মন্ত্রণালয়,

(২) আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,

(৩) যোগাযোগ মন্ত্রণালয়

(৪) ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়,

(৫) নৌ পরিবহন মন্ত্রণালয়,

৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,

(৭) নির্বাচন কমিশন সচিবালয়।

বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয় (বিএসপিপি)ঃ):বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কপি স্ট্যাম্প, ওয়েজ আর্নার বন্ড, ট্রেজারী বিল ফরম, বিভিন্ন মূল্যমানের পোস্টাল অর্ডার, বিভিন্ন শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশীট, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেক, অডিট অফিসসমূহের চেক, আমদানি-রপ্তানি সার্টিফিকেট/ লাইসেন্স, বিভিন্ন প্রকার সঞ্চয়পত্র, টেলিভিশনের লাইসেন্স, পাসপোর্টের আবেদন ফরম ইত্যাদি মুদ্রণ করা হয়ে থাকে। অধিদপ্তর থেকে প্রদত্ত বিভিন্ন প্রকারের জরুরী মুদ্রণ কাজও উক্ত মুদ্রণালয় সম্পন্ন করে থাকে।.

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস (বিএফপিও):বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তরে ব্যবহার্য ফরম (স্ট্যান্ডার্ড/নন-স্ট্যান্ডার্ড), সাপ্তাহিক ও অতিরিক্ত সংখ্যার গেজেট, প্রকাশনা, বই, রেজিস্টার ইত্যাদির চাহিদা নিরূপন করে মুদ্রণের জন্য অধিদপ্তরাধীন বি,জি, প্রেস, গভঃ প্রিন্টিং প্রেস এবং বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়ে প্রেরণ করে। প্রেসসমূহ থেকে মুদ্রিত এসব মালামাল উক্ত অফিসে সংগ্রহ করে যথাযথভাবে গুদামে সংরক্ষণ করা হয়। অতঃপর এসব মুুদ্রিত সামগ্রী বিভিন্ন সরকারী অফিস/আদালতের চাহিদা মোতাবেক অধিদপ্তরাধীন ০৮ (আট) টি আঞ্চলিক অফিসের মাধ্যমে অথবা সরাসরি সরবরাহ করে থাকে।

বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও): বাংলাদেশ স্টেশনারী অফিস অধিদপ্তরাধীন ০৮ (আট) টি আঞ্চলিক অফিস থেকে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে দেশের সকল সরকারী অফিস/ আদালতের জন্য বিভিন্ন স্টেশনারী মালামাল ও কাগজ সংগ্রহের চাহিদা নিরূপণ করে। অতঃপর সংশ্লিষ্ট মালামালসমূহ পিপিআর, ২০০৮-এর আলোকে দরপত্র আহ্বানের মাধ্যমে সংগ্রহপূর্বক গুদামজাত করে এবং তালিকাভুক্ত সরকারী অফিস/আদালতের অনুকূলে সরবরাহের জন্য অধিদপ্তরাধীন ০৮ (আট) আঞ্চলিক অফিসে (ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বগুড়া, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) প্রেরণ করে। তাছাড়া অধিদপ্তরাধীন ০৩ (তিন) প্রেসে সরকারী মুদ্রণ কাজ সম্পাদনের জন্য চাহিদাকৃত সকল প্রকার কাগজ ও বাঁধাই সামগ্রী উক্ত অফিস সংগ্রহপূর্বক সরবরাহ করে । স্টেশনারী দ্রব্যাদি ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ স্টেশনারী অফিস দেশীয় শিল্পজাত পণ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করে।

আঞ্চলিক অফিস সমূহ (ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বগুড়া, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) ঃ- ঢাকা, চট্রগাম, খুলনা, বগুড়ায়, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অবস্থিত এ অধিদপ্তরের ০৮ (আট) টি আঞ্চলিক অফিস বাৎসরিক বরাদ্দের বিপরীতে বাংলাদেশ স্টেশনারী অফিস এবং বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস থেকে প্রয়োজনীয় স্টেশনারী মালামাল ও ফরম সামগ্রী সংগ্রহপূর্বক তাদের আওতাধীন তালিকাভুক্ত পেয়িং/নন পেয়িং সরকারী অফিস/আদালতের অনুকূলে সরবরাহ করে।

Last Update : 17-05-2020
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
50 years of independence
facebook

ইমেইল :


   


Terms of Use | Privacy Policy


Copyright © 2018 Bangladesh Government Press. Developed by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement