সেবা
বাংলাদেশ সরকারের সচিবালয়সহ অধীনস্থ অফিসসমূহ এবং বিদেশী মিশনে প্রয়োজনীয় মালামাল সংগ্রহ, সরবরাহ ও সেবা সহায়তা প্রদানে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োজিত। ইহা সরকারী , আধাসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার গোপনীয় ও নিরাপত্তা মুদ্রণ, লেখসামগ্রী, ফরম ও অফিস সরঞ্জামাদি সরবরাহ করে থাকে। অধিদপ্তরের কার্যাবলী ৩টি প্রেস ও ৬টি অফিসের মাধ্যমে সম্পাদিত হয়। অধিকাংশ অফিস ও প্রেসসমূহ ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত।
অধিদপ্তরের প্রধান উদ্দেশ্যসমূহ নিম্নরুপ:—
(১) সরকারী অফিস সমূহে মুদ্রণ ও লেখসামগ্রী, ফরম, রেজিস্টার, বাজেট, রিপোর্ট, শ্রেনী বিন্যাসকৃত বিষয়াবলি ও গেজেট সমূহ স্বল্প সময়ে সরবরাহ করা।
(২) নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার নিবাচনী সামগ্রী, ব্যালট পেপার এবং আনুষঙ্গিক মুদ্রণাদি সম্পন্ন করা।
(৩) সকল সরকারী অফিসে যথাসময়ে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে কাগজ, অফিস সরঞ্জামাদি ও স্টেশনারী দ্রব্যাদি ক্রয় করা।
(৪) জাতীয় সংসদের কার্যপ্রণালী, অডিট রিপোর্ট, হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচী ইত্যাদি মুদ্রণ করা।
(৫) সরকারী অফিস ও প্রেস সমূহের জন্য মুদ্রণ ও লেখসামগ্রী, খুচরা যন্ত্রাংশ, অফিস সরঞ্জামাদি, রাসায়নিক কাঁচামাল, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ক্রয় করা।