"বর্তমান ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করুন (Click to enter the current website)"
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে আপনাকে স্বাগতম
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সংযুক্ত সংস্থা। এর সদর দপ্তর ঢাকার তেজগাঁও শিল্ল এলাকায় অবস্থিত। চট্রগ্রাম, খুলনা, বগুড়া, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ জোনাল অফিস ব্যতীত ০৫(পাঁচ)টি প্রেস/ইউনিট অফিস ও একটি জোনাল অফিস এই শিল্প এলাকায় অবস্থিত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের সাথে সাথে সরকারী মুদ্রণ, লেখসামগ্রী, ফরম ও প্রকাশনা এবং স্টেশনারী অফিসের উত্তরসূরি হিসেবে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের Regulation No. G-11/IP-13/72-1002, Dated 30th August 1972 মোতাবেক সরকারের ০৪টি অফিস ও প্রেসের কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণের জন্য মুদ্রণ, লেখসামগ্রী, ফরম ও প্রকাশনা পরিদপ্তরের সৃস্টি হয়। পরবর্তীতে সরকারের নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় মুদ্রণের প্রয়োজনীতা মিটানোর জন্য বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয় স্থাপন করা হয়। সরকার ২৬-০৪-২০০৫ তারিখে পরিদপ্তরটিকে অধিদপ্তরে উন্নীত করে এবং ১৫-০৬-২০১০ তারিখে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর হিসেবে ঘোষণা করে।
মহাপরিচালক অধিদপ্তরের প্রধান। তাঁর নিয়ন্ত্রণাধীন অফিস ও প্রেসসমূহ নিম্নরূপ:-
(১)বাংলাদেশ সরকারী মুদ্রণালয়(বিজি প্রেস)
(২)গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস(জিপি প্রেস)
(৩)বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়(বিএসপিপি)
(৪)বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস(বিএফপিও)
(৫)বাংলাদেশ স্টেশনারী অফিস(বিএসও)
(৬)জোনাল অফিস, ঢাকা
(৭)জোনাল অফিস, চট্রগ্রাম
(৮)জোনাল অফিস, খুলনা
(৯)জোনাল অফিস, বগুড়া
(১০)জোনাল অফিস,সিলেট
(১১)জোনাল অফিস,বরিশাল
(১২)জোনাল অফিস,রংপুর
(১৩)জোনাল অফিস,ময়মনসিংহ
প্রত্যেক প্রেস, বাংলাদেশ স্টেশনারী অফিস এবং বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস প্রধানগন উপ-পরিচালক এবং জোনাল অফিসের দায়িত্বে একজন করে ম্যানেজার কর্মরত আছেন।