জিজ্ঞাসা

প্রশ্ন

:

সংস্থাটির উৎপত্তি কবে?

উঃ

:

রেজুলেশন নং- G-11/IP-13/72-1002, Dated 30th August 1972 মোতাবেক সংস্থাটি প্রতিষ্টিত।

প্রশ্ন

:

নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কী?

উঃ

:

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশ্ন

:

আপনার অধিদপ্তরের নাম কি?

উঃ

:

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর।

প্রশ্ন

:

এটি কোথায় অবস্থিত?

উঃ

:

তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

প্রশ্ন

:

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের প্রেসের সংখ্যা কত?

উঃ

:

০৩টি।

প্রশ্ন

:

প্রেসসমূহের নাম কি?

উঃ

:

প্রেস সমূহের নাম নিম্নরুপঃ

 

 

(১).

বাংলাদেশ সরকারী মুদ্রণালয়(BGP)

 

 

(২)

গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস(GPP)

 

 

(৩)

বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়(BSPP)

প্রশ্ন

:

অধিদপ্তরের আওতায় অফিসসমূহ কি কি?

উঃ

:

অধিদপ্তরের আওতায় ঢাকার অফিসসমূহ নিম্নরুপঃ-

 

 

(১)

বাংলাদেশ স্টেশনারী অফিস

 

 

(২)

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস

প্রশ্ন

:

বিভাগীয় প্রধানের পদবী কি?

উঃ

:

মহাপরিচালক।

প্রশ্ন

:

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কে?

উঃ

:

উপ পরিচালক।

প্রশ্ন

:

সরকারী অফিস সমূহে ব্যবহৃতব্য ফরম/রেজিষ্টার সমূহ কোন অফিস থেকে সরবরাহ করা হয়?

উঃ

:

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা এবং

(ক) খুলনা আঞ্চলিক অফিস,

(খ) বগুড়া আঞ্চলিক অফিস এবং

(গ) চট্রগ্রাম আঞ্চলিক অফিস।

প্রশ্ন

:

বিভিন্ন প্রকাশনা এবং গেজেট সমূহ কোথায়, কিভাবে বিক্রি হয়?

উঃ

:

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসের নীচ তলায় অবস্থিত বিক্রয় কেন্দ্রে এবং ১৪/২ তোপখানা রোডে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) নগদ মূল্যে প্রকাশনা এবং গেজেটসমূহ বিক্রয় করা হয়।

 

 

 

সর্বশেষ আপডেট : ০৪-০২-২০১৪

Terms of Use | Privacy Policy


Copyright © 2018 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement