আমাদের সম্পর্কে

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের একটি ইউনিট অফিস। ইহা তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারী মুদ্রণালয়ের অবিচ্ছেদ্য অংশ হিসাবে কাজ শুরু করে। ১৯৭২ সাল নাগাদ এই অফিসটিকে ফরম ও প্রকাশনা সামগ্রীর চাহিদা পত্র সংগ্রহ এবং চাহিদাকৃত মালামাল মুদ্রণ, সংগ্রহ ও দেশব্যাপী সংশ্লিষ্ট সরকারী দপ্তর সমূহের মধ্যে বিতরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার লক্ষ্যে অধিদপ্তরাধীন একটি পৃথক ইউনিট হিসাবে চালু করা হয়।

এ অফিস থেকে সরকারের দপ্তরসমূহের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ফরম, রেজিষ্টার ইত্যাদি বিনা মূল্যে সরবরাহ করা হয়। এসব ফরম ও রেজিষ্টারের মধ্যে রয়েছে ভূমি রেজিষ্ট্রি অফিসে বালাম বই; ট্রেজারী চালান; নিকাহ রেজিষ্টেনে ব্যবহৃত ফরম/রেজিষ্টার; ভূমি রাজস্ব আদায়ের দাখিলা এবং ডিসিআর বহি ইত্যাদি। এছাড়া জাতীয় সংসদে পাশ হওয়া সরকারের সকল আইন; অধ্যাদেশ; এস আর ও এবং সরকারের ভিবিন্ন সময়ে জারী করা বিধি-বিধান প্রকাশনা আকারে মুদ্রণ এবং নিজস্ব বিক্রয় কেন্দ্র ও এজেন্টের মাধ্যমে জনসাধারণের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়ে থাকে। উল্লেখ্য যে, অত্র অফিসের তত্ত্বাবধানে পরিচালিত ০২ (দুই) টি প্রকাশনা বিক্রয় কেন্দ্র রয়েছে। এর মূল অফিস ভবন তেজগাঁওয়ে এবং অপরটি ১৪/২, তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে অবস্থিত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অত্র প্রতিষ্ঠানের প্রকাশনা সামগ্রী জনসাধারণের কাছে বিক্রয়ের জন্য কয়েক জন তালিকাভূক্ত এজেন্ট রয়েছে।

 

 

 

সর্বশেষ আপডেট : ০৪-০২-২০১৪

Terms of Use | Privacy Policy


Copyright © 2018 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement