সেবাসমূহ :
সরকারের যাবতীয় গুরুত্বপূর্ণ মুদ্রণ কাজ, যেমন- স্ট্যান্ডার্ড-নন স্ট্যান্ডার্ড ফরমস ও বিক্রয়যোগ্য মুদ্রণ কাজ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন মুদ্রণ সংক্রান্ত কার্যাদি, মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্য তালিকা, বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সংক্রান্ত ফরমস, লিফলেট, ব্যালেট পেপার, নির্বাচন ম্যানুয়াল, পোষ্টার ইত্যাদি সরকারী গুরুত্বপূর্ণ মুদ্রণ কাজ গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস-এ সম্পূর্ন হয়ে থাকে।
নিম্নোক্ত মন্ত্রণালয় ও মুদ্রণ ও প্রকাশনার যাবতীয় কাজ সম্পন্ন করা হয় :
(১)(ক) প্রতিরক্ষা; (খ) ভূমি; (গ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;
(ঘ) যোগাযোগ; (ঙ) নৌ-পরিবহন; (চ) ডাক ও টেলিযোগাযোগ; (ছ) সমাজকল্যাণ ও গণনিয়োগ; (জ) জাতীয় সংসদ সচিবালয়; (ঝ) নির্বাচন কমিশন সচিবালয়;