কার্যকলাপ

সংক্ষিপ্ত ইতিহাস: ‘‘বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়’’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের একটি শাখা অফিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপত্তা মূলক মুদ্রণ কার্যাদি সম্পাদন করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশ সরকারী মুদ্রণালয় হতে কিছু সংখ্যক কর্মচারী ও কয়েকটি মেশিন তদানিন্তন প্রাদেশিক সরকারের স্টেশনারী অফিস ভবনে স্থানান্তর করতঃ “বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয়” সৃষ্টি করা হয়। অতঃপর বিভিন্ন ধরণের জনগুরুত্বপূর্ণ সিকিউরিটি ডকুমেন্টস মুদ্রণ/সরবরাহের কার্জক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ সরকারের পাশাপাশি আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাহিদা অনুয়ায়ী বিভিন্ন প্রকার সিকিউরিটি ও নন-সিকিউরিট ইনস্ট্রুমেন্টস্/ডকুমেন্টস্ এর মুদ্রণ ও সরবরাহ সম্পর্কিত কার্যাদি এ মুদ্রণালয়ে সম্পাদন করা হচ্ছে। বর্তমানে অত্র প্রেসে মঞ্জুরীকৃত জনবল ১৭৬ জন । তন্মধ্যে ৪ জন কর্মকর্তা এবং ১৭২ জন কর্মচারী। অত্র প্রেস ৯টি শাখার সমন্বয়ে গঠিত।

মুদ্রণ কাজের সংক্ষিপ্ত বর্ণনা:
ক) হিসাব মহা-নিয়ন্ত্রকের কার্যালয়ের বিভিন্ন প্রকারের প্রি-অডিট চেক ;
খ) সি, জি, ডি, এফ কার্যালয়ের চাহিত প্রতিরক্ষা চেক ;
গ) বিভিন্ন সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার সিকিউরিটি এবং নন-সিকিউরিটি ডকুমেন্টস্ মুদ্রণ;
ঘ) জাতীয় সঞ্চয় পরিদপ্তর এর ওয়েজ আর্নার বন্ড ও বিভিন্ন মূল্য মানের সঞ্চয়পত্র/বিনিয়োগ বন্ড ;
ঙ) বিভিন্ন ব্যাংক সমূহের বিভিন্ন প্রকারের চেক ;
চ) ডাক বিভাগের বিভিন্ন মূল্যমানের পোষ্টাল অর্ডার ;
ছ) বিভিন্ন শিক্ষা র্বোড, বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোডর্, হেমিওপ্যাথিক শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় সমূহের বিভিন্ন ধরণের সার্টিফিকেট, মার্কশীট ও অন্যান্য নিরাপত্তামূলক ডকুমেন্টস্ ;
জ) বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন প্রকার লাইসেন্স ;
ঝ) ঢাকা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বই ও রিক্স/ভ্যান গাড়ীর টোকেন ;
ঞ) নির্বাচন কমিশন সচিবালয়ের জরুরী মুদ্রণ কার্যাদি ;
ট) বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস কর্তৃক কার্যারোপিত বিভিন্ন প্রকার ফরম ও রেজিষ্টার;

সর্বশেষ আপডেট : ০৪-০২-২০১৪

Terms of Use | Privacy Policy


Copyright © 2017 Department of Printing and Publications.

Updated by Global Technology Advancement